আমার পরিচয়
– শেখ মোঃ সাইফুল্লাহ
নই আমি ধূমকেতু
নই কোনো উল্কা।
আমি সেই গ্রাম্য
ঠেলা খাওয়া ভ্যালকা।
দেখা হলে মাথা গুঁজে
চলে গেছো পথ
ভুল করে কোনো দিন
ধরনিতো হাত।
আজ কেনো তাঁর লাগি
কাঁদো বসে একা।
নই আমি ধূমকেতু
নই কোনো উল্কা।
সেদিন যারে দিলে তুমি
মিথ্যা অপবাদ
কেমন করে আজকে ভাবো
তাকেই বুকের চাঁদ।
রংধনু থাকে নাতো
আকাশে আঁকা।
নই আমি ধূমকেতু
নই কোনো উল্কা।
মেঘে ঢাকা শ্রাবণে খুঁজিলে চাঁদ
বৃথা হনে খোঁজা তব মিটিবেনা সাধ।
ভাগ্যের লিখন কভূ যায় কি ফাঁকা?
নই আমি ধূমকেতু
নই কোনো উল্কা।
আমি সেই গ্রাম্য
ঠেলা খাওয়া ভ্যালকা।
ভাটির দেশ
– শেখ মোঃ সাইফুল্লাহ
ভাটির দেশে জন্মেছি তাই
নিজেকে ধন্য বলি
এই দেশেরই কাঁদা-মাটি
অঙ্গে মেখে চলি।
ভাটির দেশে নিবাস আমার
ভাটির দেশেই ঘর
লওগো সালাম পরবাসী
সকল বন্ধুবর।
এখান থেকে ভালো বেসে
সুরের লহর তুলি
চাইছি উঠুক তোমাদের মন
এই সুরেতে দুলি।
ভাটির দেশের ভাটিয়ালী
আরো জারি সারি
ভাবুক মনে অহ-রহ
বেড়ায় ঘুরি ঘুরি।
বাউল মন সকল সময়
সুরের খেয়ায় চড়ি
চায়যে সে, তোমাদের মাঝে
বেড়াক ঘুরি ঘুরি।
আমার লেখায় হয়ত ধরণী
নতুন জীবন পাবে
তোমাদের জীবন হয়তো তখন
নূতনে ভরে যাবে।
তোমরা সবে হয়ত তখন
এই কবিকে নিয়ে
হাসবে খেলবে, ফুর্তি করবে
ধন্য ধন্য কবে।
প্রশ্ন
– শেখ মোঃ সাইফুল্লাহ
জন্ম, জীবন, মরণ
তোমার সবি আমার।
প্রশ্ন – আমি কার?
অঙ্গ, প্রতঙ্গ, রিপু
জানি তোমরাও আমার।
প্রশ্ন – আমি কার?
সৃষ্টি, পৃথিবী, ধ্বংস
জানি তোমরাও আমার।
জিজ্ঞাসা – আমি কার?
সবাই ওরা মিথ্যুক
ওরা মিথ্যা বলে।
বিধাতা! এবার তুমি কও,
আমি কার?
কবি পরিচিতি

শেখ মোঃ সাইফুল্লাহ। জন্ম অক্টোবর ২৭, ১৯৫৩ সালে বাগেরহাট জেলার মিঠাখালী গ্রামে। পিতা খাদেম আলী শেখ ও মাতা জয়নাব বেগম। মোংলা উপজেলার টাটিবুনিয়া স্কুল থেকে ১৯৬৮ সালে মাধ্যমিক এবং ১৯৭০ সালে বাগেরহাট সরকারি পি সি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ।
সহজ ও সাধারণ জীবনযাপনে অভ্যস্ত এক বাউল কবি তিনি – কবির চিত্ত কাব্য সাধনার অনন্য এক ভূমি। তাই কিশোর বয়স থেকে যে লেখালেখির শুরু, জীবনের সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে এখনো তাঁর কাব্য সাধনা চলেছে অক্লান্তভাবে। তাঁর লেখার মধ্যে প্রেম ও প্রকৃতিই প্রধান্য পেয়েছে সব সময়। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে কয়েকটি কবিতার বই এবং দেশের বিভিন্ন সংবাদপত্র ও সাময়িকীতে স্থান পেয়েছে তাঁর অনেক কবিতা।