বাংলাদেশে করোনা আপডেট – মৃতের সংখ্যা কমেছে, বেড়েছে সুস্থতার হার

অনলাইন সংগৃহীত, আগস্ট ৭, ২০২০ – বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্তের ও মৃতের সংখ্যা কমেছে, বেড়েছে সুস্থতার হার। স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য প্রকাশ করেছেন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬৯৯ জনের, এদের মধ্যে ২ হাজার ৮৫১ জনের দেহে করোনাভাইরাস পজিটিভ এসেছে। তুলনামূলকভাবে গতকালের চেয়ে আজ এই ভাইরাসে ১২৬ জন কম আক্রান্ত হয়েছেন। গতকাল ১২ হাজার ৭০৮ জনের নমুনা পরীক্ষা করা হয় এবং ২ হাজার ৯৭৭ জনের দেহে করোনা পজিটিভ হিসাবে সনাক্ত হয়।

দেশে এ পর্যন্ত মোট ১২ লাখ ৩৭ হাজার ৮২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ২ লাখ ৫২ হাজার ৫০২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট শনাক্তের হার ২০ দশমিক ৪০ শতাংশ।

এই বুলেটিন থেকে জানা যায়, গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৭ মৃত্যুবরণ করেছেন। এই সংখ্যা গতকালের চেয়ে ১২ জন কম। দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৩৩৩ জন। এদের মধ্যে পুরুষের সংখ্যা ২ হাজার ৬৩০ জন এবং নারীর সংখ্যা ৭০৩ জন। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন বয়স অনুযায়ী তাদের সংখ্যা – ১০ বছরের মধ্যে ১৮ জন – ৫৪ শতাংশ; ১১ থেকে ২০ বছরের মধ্যে ৩৩ জন – দশমিক ৯৯ শতাংশ; ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৮৭ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২১৪ জন্‌ ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪৬২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯৫৩ জন, এবং ৬০ এর অধিক বয়সের রয়েছেন ১ হাজার ৫৬৬ জন।

এ পর্যন্ত বিভাগ অনুযায়ী মারা গিয়েছেন – ঢাকা বিভাগে ১ হাজার ৫৯৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯৪ জন, রাজশাহী বিভাগে ২০৫ জন, খুলনা বিভাগে ২৪৭ জন, বরিশাল বিভাগে ১৩১ জন, সিলেট বিভাগে ১৫৬ জন, রংপুর বিভাগে ১৩২ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭১ জন।

এই অনলাইন হেলথ বুলেটিনে আরো জানানো হয়েছে, ০১৩১৩-৭৯১১৩০, ০১৩১৩-৭৯১১৩৮, ০১৩১৩৭৯১১৩৯ এবং ০১৩১৩৭৯১১৪০ এই নম্বরগুলো থেকে হাসপাতালের সকল তথ্য, যেমন, কোন হাসপাতালে কতটি শয্যা খালি আছে, কত রোগী ভর্তি ও কতজন ছাড় পেয়েছেন এবং আইসিইউ শয্যা খালি আছে কি না- এই ফোন নম্বরগুলোতে ফোন করে জানা যাবে।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকা, স্বাস্থ্যবিধি মেনে চলা, জনসমাগম এড়িয়ে চলা, সর্বদা মুখে মাস্ক পরে থাকা, সাবান পানি দিয়ে বারবার ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া, বাইরে গেলে হ্যান্ড গ্লাভস ব্যবহার, বেশি বেশি পানি ও তরল জাতীয় খাবার, ভিটামিন সি ও ডি সমৃদ্ধ খাবার খাওয়া, ডিম, মাছ, মাংস, টাটকা ফলমূল ও সবজি খাওয়াসহ শরীরকে ফিট রাখতে নিয়মিত হালকা ব্যায়াম এবং স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে এই অনলাইন বুলেটিনে। ধূমপান থেকেও বিরত থাকতে হবে, কারণ তা অতিরিক্ত ঝুঁকি তৈরি করে।