খাঁ-খাঁ রোদ্দুরে
– গোলাম রহমান
ডাগর চোখের চপলা মেয়েটা
যার চোখ কথা বলতো ললিত কথা
তার চোখের গভীরে খুঁজে নেই
কবিতার ভাষা
সে-ও এখন চৈতী চাদর
টেনে দিয়েছে চোখের ‘পরে
কবিতার শব্দ খুঁজি
খাঁ-খাঁ রোদ্দুরে
মাটির ময়না
– গোলাম রহমান
ইচ্ছাদের পাখনা গুটানো
অজানা কিছুর পুর্বাষ
খুলির ভেতর ভাবের খুনসুড়ি
বুকের সেতারে আগুলবুলায়
মাটির ময়না…
অমল অনুভূতির ছোঁয়ায়
ছুঁয়ে দিতে চেয়েছিলাম
তোমার নরম ঠোঁট
কপোত যেমনি রাখে কপোতির ঠোঁটে
তুমি পাখনা মেলে উড়াল দিলে
দূর নীলিমায়
আকাশের ঠিকানায় খুঁজতে চাই না
ব্যর্থতার তীব্র যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই…
আগুনের পরশমণি
– গোলাম রহমান
মোহনায় তিমির পিঠের মত ডুবোচর
ঈশানে কালো মেঘের স্তূপ
চারিদিকে গাঢ় আঁধার
শক্ত হাতে ধরো হাল
কেন হাঁকো সাবধান-
আপন ডান
কে বা কাহারা বুঝে
আপন ডান
ওরে মূঢ় হ’সনা বেহুঁশ
ছুঁয়ে যাবে আগুনের পরশমণি
বুনো হাঁস
– গোলাম রহমান
সমুদ্র তটে বালুকার ‘পরে
খেপার মতন লিখছো কাহার নাম
ঢেউয়ের শিখরে ঢেউ সফেদ ফেনা
মুছে দিয়ে যায় বার বার
বরং কাঁটাঝোপে বসে
যপোতারে অবিরাম
হয়তো অন্ধ কোনও বুনো হাঁস
যেতে পারে পুচ্ছ নেড়ে…
অবসান
– গোলাম রহমান
আম কুড়ানোর সুখ ভুলে যাও
বোশেখের খর তাপে দিশহারা
পরনের কাপড় বিছানা বালিশ
ঘামে ভিজে একশা…
হুকুমে আল্লাহর মাটি ফেরে ওঠবে জেগে
উলঙ্গ সকল আদম সন্তান
সমবেত হবে ময়দানে
সূর্য নেমে আসবে মাথার উপর
ঘামে ডুবে যাবে গলা সমান
অবকাশ নেই কাহারো দিকে
কাহারো ফিরে তাকাবার
সে দিনের কথা ভাবো একবার
হুল্লুরে মেতে থাকা দুনিয়ার জীবন
একদিন হবেই হবে অবসান…
কবি পরিচিতি
গোলাম রহমান। জন্মস্থানঃ বরিশাল।
বর্তমান নিবাসঃ ঢাকা, বাংলাদেশ, ফোনঃ ০১৭১০৮৯৫২৫০।