যদি তুমি জানতে
– শেখ মোঃ সাইফুল্লাহ
বুকে আমার কীযে ব্যথা
যদি তুমি জানতে
তোমার বুকের ফুলদানিতে
আমিই ফুল, মানতে।
ফুল সোহাগী অলি হয়ে
কাটতে দিন আমায় নিয়ে।
বিনা সুতার মালা খানি
জানি তখন গাঁথতে।
বুকে আমার কীযে ব্যথা
যদি তুমি জানতে।
সূর্যমুখি সূর্যের আমার
যেমন চেয়ে থাকে
তোমার স্মৃতি আমার বুকে
তেমনি ছবি আঁকে।
সূর্যমুখি হয়ে না হয়
থাকবো চেয়ে তোমার আশায়।
হয়ত তুমি আসবে কোনো
বৃষ্টি ভেজা রাতে।
বুকে আমার কীযে ব্যথা
যদি তুমি জানতে।
আমার অহংকার
– শেখ মোঃ সাইফুল্লাহ
আমার অহংকার শুধুই তুমি
ষোলই ডিসেম্বর
শত্রু সেনা তোমার মাঝে
করলো স্যারেন্ডার।
তিরানব্বই হাজার সেনা নিয়া
বন্ড দিলে সই করিয়া।
পাঞ্জাবীদের সকল সেনার
জায়গা কারাগার।
আমার অহংকার শুধুই তুমি
ষোলই ডিসেম্বর।
লালা সবুজের পতাকা সেদিন
বাংলার আকাশে
দীর্ঘ তেইশ বছর পর
প্রাণ খুলে হাসে।
গোটা বিশ্ব সেই হাসিতে
হঠাৎ সবে ঊঠে আতকে।
নয় মাসের যুদ্ধে বাংগালী
ক্যামনে পেলো পার।
আমার অহংকার শুধুই তুমি
ষোলই ডিসেম্বর।
স্বপ্ন যদি জাগে
– শেখ মোঃ সাইফুল্লাহ
মাটির ভুবনে স্বর্গ গড়ার
স্বপ্ন যদি জাগে
মানুষে মানুষে সকল তফাৎ
ভুলতে হবে আগে।
মুচি মেথর সমান সবাই
সবাই মানুষ সবাই ভাই।
একই স্রষ্টার সৃষ্টি সবাই
একই ফুলের বাগে।
মাটির ভুবনে স্বর্গ গড়ার
স্বপ্ন যদি জাগে।
এই পৃথিবী সেদিন ঠিক
সুখের স্বর্গ হবে
জাত জাতির তফাৎ যেদিন
ধুয়ে মুছে যাবে।
হাসবে গাইবে সবাই সমান
সুখে বীণায় উঠবে তান।
চারিদিকে স্বর্গ সুখ
বইবে প্রবল বেগে।
মাটির ভুবনে স্বর্গ গড়ার
স্বপ্ন যদি জাগে।
কবি পরিচিতি
শেখ মোঃ সাইফুল্লাহ। জন্ম অক্টোবর ২৭, ১৯৫৩ সালে বাগেরহাট জেলার মিঠাখালী গ্রামে। পিতা খাদেম আলী শেখ ও মাতা জয়নাব বেগম। মোংলা উপজেলার টাটিবুনিয়া স্কুল থেকে ১৯৬৮ সালে মাধ্যমিক এবং ১৯৭০ সালে বাগেরহাট সরকারি পি সি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ।
সহজ ও সাধারণ জীবনযাপনে অভ্যস্ত এক বাউল কবি তিনি – কবির চিত্ত কাব্য সাধনার অনন্য এক ভূমি। তাই কিশোর বয়স থেকে যে লেখালেখির শুরু, জীবনের সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে এখনো তাঁর কাব্য সাধনা চলেছে অক্লান্তভাবে। তাঁর লেখার মধ্যে প্রেম ও প্রকৃতিই প্রধান্য পেয়েছে সব সময়। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে কয়েকটি কবিতার বই এবং দেশের বিভিন্ন সংবাদপত্র ও সাময়িকীতে স্থান পেয়েছে তাঁর অনেক কবিতা। (মোবাইল – ০১৩২ ৯৭৩ ০০৯)