আমার লেখা
– শেখ মোঃ সাইফুল্লাহ
আমি যেদিন থাকবো না আর
তোমরা যারাই থাকবে
আমার লেখা তোমাদের সাথে
হয়ত কথা বলবে।
বলবে হয়ত বন্ধুবর
শুধাও তো শুনি, তোমাদের খবর।
বকুল তলায় গানের আসর
আর কোনোদিন জমবে।
আমি যেদিন থাকবোনা আরে
তোমরা যারাই থাকবে।
মনে কি পড়ে সাগর তীরে
ঝিনুক কুড়ানোর ছলে
দুষ্টু মেয়ের খোঁপার ফুল
ভাসিয়ে দিলে জলে।
সেই সে মেয়ের মুখের হাসি
আজো কি বুকে বাজায় বাঁশী।
মনের আকাশে রঙ্গিণ মেঘ
রঙ ছড়াতো যবে।
আমি যেদিন থাকবো না আর
তোমরা যারাই থাকবে।
তুমিই আমার প্রিয়া
– শেখ মোঃ সাইফুল্লাহ
পাইনা খুঁজে আজকে তোমায়
সাজাবো যে ফুল দিয়া
মনে রেখো আর কেহ নয়
তুমিই আমার প্রিয়া।
ভুল কর পথ ফাগুন এসে
ঘুমানো ঐ ফুলে দেশে।
একটু খানি চুমু দিয়ে
জাগায় তাদের হিয়া।
পাই না খুঁজে আজকে তোমায়
সাজাবো যে ফুল দিয়া।
ফুলের সুবাস ফুলের বুকে
যেমন লুকিয়ে থাকে
ফুলের হৃদয় ছিন্ন করে
যায় কি পাওয়া তাকে।
তেমনি আমার ভালোবাসা
হয়তো রবে আকাশে লেখা।
নাইবা দোলাক তোমার হৃদয়
আমার প্রেমের হাওয়া।
পাই না খুঁজে আজকে তোমায়
সাজাবো যে ফুল দিয়া।
মনে রেখো আর কেহ নয়
তুমিই আমার প্রিয়া।
তোমরা আমায় বল্লে পাগল
– শেখ মোঃ সাইফুল্লাহ
তোমরা আমায় বল্লে পাগল
আমার কী যায় আসে
চাঁদকে মেঘ করলে আড়াল
তবু সে চাঁদ হাসে।
চোখের আড়াল যে ফুল ফোটে
সুবাস তাহার ঠিকই ছোটে।
ভুল করিয় আলি যদি
নাইবা ফুলে বসে।
তোমরা আমায় বল্লে পাগল
আমার কী যায় আসে।
জাতিধর্মের ধার ধারি না
তাইতো এ গান গাই
ধনী গরীব নাই ভেদাভেদ
সবে ডাকি ভাই।
এই পৃথিবী স্বর্গ হবে
মানুষ যেদিন মানুষ হবে।
স্ববল যেদিন ভাই মেনে
দাঁড়াবে দূর্বল পাশে।
তোমরা আমায় বল্লে পাগল
আমার কী যায় আসে
চাঁদকে মেঘ করলে আড়াল
তবু যে চাঁদ হাসে।
কবি পরিচিতি

শেখ মোঃ সাইফুল্লাহ। জন্ম অক্টোবর ২৭, ১৯৫৩ সালে বাগেরহাট জেলার মিঠাখালী গ্রামে। পিতা খাদেম আলী শেখ ও মাতা জয়নাব বেগম। মোংলা উপজেলার টাটিবুনিয়া স্কুল থেকে ১৯৬৮ সালে মাধ্যমিক এবং ১৯৭০ সালে বাগেরহাট সরকারি পি সি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ।
সহজ ও সাধারণ জীবনযাপনে অভ্যস্ত এক বাউল কবি তিনি – কবির চিত্ত কাব্য সাধনার অনন্য এক ভূমি। তাই কিশোর বয়স থেকে যে লেখালেখির শুরু, জীবনের সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে এখনো তাঁর কাব্য সাধনা চলেছে অক্লান্তভাবে। তাঁর লেখার মধ্যে প্রেম ও প্রকৃতিই প্রধান্য পেয়েছে সব সময়। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে কয়েকটি কবিতার বই এবং দেশের বিভিন্ন সংবাদপত্র ও সাময়িকীতে স্থান পেয়েছে তাঁর অনেক কবিতা। (মোবাইল – ০১৩২ ৯৭৩ ০০৯)