আজিজ মোড়ল – মোংলা ও দক্ষিণ অঞ্চল – বৃষ্টি ও জলাবদ্ধতা – জুলাই ২৮, ২০২১ (ভিডিও স্লাইড)

আজিজ মোড়ল – মোংলা ও দক্ষিণ অঞ্চল – বৃষ্টি ও জলাবদ্ধতা – জুলাই ২৮, ২০২১

পরিচিতি

আজিজুর মোড়ল। সবার কাছে পরিচিতি আজিজ মোড়ল নামে। জন্ম মে ৫, ১৯৯৬ সালে মোংলার উত্তর চাঁদপাই গ্রামে। ছোটবেলাতেই বাবাকে হারিয়ে দারিদ্রতা আর প্রতিকূল পরিস্থিতির উজান স্রোতে জীবন সংগ্রাম। চতুর্থ শ্রেণি পর্যন্ত মাদ্রাসায় পড়াশুনার পর থেকেই লেখা-পড়া বন্ধ হয়ে যায় অভাব-অনটনের কারণে। কিন্তু দুই বছর পর মায়ের উৎসাহে ও প্রচেষ্টায় নতুনভাবে দক্ষিণ চাঁদপাই মেছের শাহ্ স্কুলে ভর্তি হন। অবশেষে সরকারি মোংলা কলেজ থেকে বানিজ্য শাখায় ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি বিবাহিত এবং সম্প্রতি এক কন্যা সন্তানের পিতা হয়েছেন।

তিনি প্রতিবাদী কবি – এ ছাড়া একজন শিক্ষক ও সাংবাদিকও। শিক্ষকতার পাশাপাশি বর্তমানে দৈনিক আলোকিত সকাল, আইপি অনুভূতি টিভি, আইপি বি বাংলা টিভি, অনলাইন- দৈনিক জনপত্র, দৈনিক স্বাধীনতার সূর্য-এর মোংলা প্রতিনিধি। তাছাড়া দৈনিক ভাটিরদেশ পত্রিকার বার্তা প্রধান এবং মোংলা অনলাইন প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত। প্রতিষ্ঠা করেছেন মোংলা স্টুডেন্টস ক্যাটারস ও আজিজ স্পোর্টিং ক্লাব।

তার প্রধান প্রকাশিত মোংলা এলাকায় জনপ্রিয় বই ‘দক্ষিণ বঙ্গে হযরত মেছেরশাহ্ (রহ:)’ – মোংলার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এছাড়া যৌথ কাব্য গ্রন্থ ‘একুশের ঠিকানা’ ও ‘একুশের বর্ণমালা’ও তার কবিতা প্রকাশিত হয়েছে।