মোংলা বন্দর পৌরসভা নির্বাচন – ১৬ই জানুয়ারি ২০২১

আওয়ামী লীগের উৎসাহী প্রচারণা, নির্বাচনী পরিবেশ নিয়ে বিএনপির হতাশা, নির্বাচন কর্মকর্তা – নির্বাচনী প্রচার সুচারুভাবে চলছে

মোংলা পৌরসভার নির্বাচন ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা বিপুল উদ্দীপনা সহকারে নিরলসাবে কাজ করে চলেছেন। তারা বিভিন্ন ওয়ার্ড বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচারনা চালাচ্ছেন এবং মোংলা পৌরসভার আওয়ামী লীগের পক্ষ হতে মেয়র পদপ্রার্থী শেখ আব্দুর রহমানকে জয়ী করার জন্য সবাইকে নৌকা প্রতীকে ভোট দিতে আহ্বান জানাচ্ছেন। এছাড়া নৌকা প্রতীক এবং ফেস্টুন সহ মেয়র প্রার্থীর পোস্টারগুলি পুরো পৌরসভা জুড়ে দেখা যাচ্ছে।

মোংলা পৌরসভা বিএনপির ঘাটি হিসাবে পরিচিত। দশবছর পূর্বে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি প্রার্থী জুলফিকার আলী এই পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। মামলা সংক্রান্ত জটিলতার কারণে পরবর্তি নির্বাচন অনুষ্ঠিত হয় নাই এবং পদাধিকার বলে জুলফিকার আলীর পৌরসভার চেয়ারম্যান হিসাবে মেয়াদ বেড়ে যায়। বর্তমানে তিনি পূনরায় বিএনপি মনোনীত মোংলা পৌরসভার মেয়র পদপ্রার্থী।

নির্বাচন নিয়ে আওয়ামী লীগের প্রচারণা পূর্ণ উদ্দ্যমে পরিচালিত হলেও বিএনপির পক্ষে পৌরসভার চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলী নির্বাচনের পরিবেশ নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, নিরপেক্ষ নির্বাচন হলে এবং জনগণ ভোটকেন্দ্রে যেতে পারলে তারা তার পক্ষে ভোট দেবেন। তাঁর কথায়, “আমি দায়িত্ব নেওয়ার সময় মোংলা বন্দর ছিল ঘাটতি বাজেটের একটি পৌরসভা। আমি এই ঘাটতি থেকে পৌরসভাকে মুক্ত করেছি এবং এটিকে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত করার কাজ করেছি।” তিনি আরো বলেছেন, “সকল রকমের সুযোগ-সুবিধার ব্যবস্থা করার ভিতর দিয়ে আমরা পৌরসভাকে উজ্জীবিত করে তুলেছি।” আ’লীগের কর্মীরা তাকে প্রচারমূলক কার্যক্রমে বাধা দিচ্ছেন বলে তিনি অভিযোগ করে বলেছেন যে, “যখনই আমার নেতাকর্মীরা বা আমি প্রচার প্রচারের জন্য কোথাও যাই, তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা মোটরসাইকেলে শোডাউন শুরু করে আমাদের প্রচারে বাধার সৃষ্টি করে – ফলে আমরা এলাকা ছেড়ে যেতে বাধ্য হই।” এ ছাড়া তাঁর পক্ষের কর্মীদের আক্রমণ করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন এবং নির্বাচন কর্মকর্তা ও প্রশাসনকে অবহিত করা হলেও তারা ইতিবাচক সাড়া দেননি।

এ সব অভিযোগ অস্বীকার করে আ.লীগ প্রার্থী শেখ আবদুর রহমান বলেছেন, “আমরা সুষ্ঠু নির্বাচনে বিশ্বাসী। আমি বা আমার কর্মীরা কেউই বিএনপির প্রার্থীকে বিরক্ত করেননি। বিএনপির প্রার্থীর পোস্টার আমার পোস্টারের চেয়ে অনেক বেশি। তিনি যে সমস্ত অভিযোগ করেছেন তা মিথ্যা।”

অন্যদিকে বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজীর আহমেদ বলেছেন, মোংলা বন্দর পৌরসভায় নির্বাচনী প্রচার সুচারুভাবে চলছে। তিনি জানিয়েছেন, “আমরা যদি নির্বাচনের সাথে সম্পর্কিত কোনও অনিয়ম দেখতে পাই তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। কোনও প্রার্থী যদি কোনও প্রকার ক্ষমতা ব্যবহারের চেষ্টা করেন, তবে নির্বাচনের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরো জানান যে “আমরা কোনও প্রার্থীর কাছ থেকে সুনির্দিষ্ট কোন অভিযোগ পাইনি এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নির্বাচন অনুষ্ঠিত হবে ১৬ই জানুয়ারী ২০২১, শনিবার এবং এই পৌরসভা নির্বাচনে মোট ৩১,৫৪৯ জন ভোটার ভোট দেবেন বলে মনে করা হচ্ছে।

সূত্র – ছবি ও খবর – অনলাইন সংগৃহীত