চাইনি হতে
– শেখ মোঃ সাইফুল্লাহ
কারুর বুকের ফুলেদানিতে
চাইনি হতে ফুল
কারুর চোখে চাইনি হতে
একটি ফোঁটা জল।
জাগলে সাধ কখনো মনে
ফুল হয়ে ফুটি বনে।
রূপ দেখিয়া হয় যে পাগল
পাপিয়া বুল বুল।
কারুর বুকের ফুলেদানিতে
চাইনি হতে ফুল।
বনের ফুল ফুটলে বনে
কতই শোভা পায়
তাহার সাথে তাই কি চাঁদ
কথা বলতে চায়।
চাঁদ সুন্দর, ফুল সুন্দর
তাই কি তাদের এত বাহার।
কয় না কথা মিষ্টি হাসে
নাই সে হাসির তুল।
কারুর বুকের ফুলেদানিতে
চাইনি হতে ফুল।
হিসাব
– শেখ মোঃ সাইফুল্লাহ
পদ্মের আকুতি কভূ কি শোনে
জোছনা রাতের চাঁদে
মনে আকুতি না বলা কথা
যেমনি লুকাইয়া কাঁদে।
উদাসী মনের বিরহী বাতাস
বহিয়া বহিয়া করে হাহুতাস।
বুনো লতা যেমনি খোঁজে
প্রিয়ে দাঁধবে কী দে’।
পদ্মের আকুতি কভূ কি শোনে
জোছনা রাতের চাঁদে।
যেমন করিয়া ফাগুন রাতের
প্রেম বিলাসী হাওয়া
রহিয়া রহিয়া বহিয়া চলে
বুকের দাহন নিয়া।
কালের গর্ভ নিত্য হারায়
শত ফুল গোপন ব্যথায়।
কেউ কি রাখে হিসাব তাহার
আসল কিম্বা সুদে।
পদ্মের আকুতি কভূ কি শোনে
জোছনা রাতের চাঁদে।
তাকে নিয়া
– শেখ মোঃ সাইফুল্লাহ
সত্য কথা বলবো না আজ
কে যে আমার প্রিয়া
লিখি আমি যত গান
সবি তাকেই নিয়া।
আকাশী শাড়ি জড়াই তাকে
নুনো ফুল পরাই নাকে।
শুকনো পাতার নুপুর পরাই
বুকের দরদ দিয়া।
সত্য কথা বলবো না আজ
কে যে আমার প্রিয়া।
আকাশ পারে থাকে সে যে
নীল আকাশের গায়
মাঝে মাঝে ঘোমটা তুলে
আমার পানে চায়।
তখন তাহার মিষ্টি হাসি
করে আমায় প্রেম বিলাসি।
প্রেমের চিঠি পাঠাই তাকে
কবিতার মাঝে দিয়া।
সত্য কথা বলবো না আজ
কে যে আমার প্রিয়া।
মরণে
– শেখ মোঃ সাইফুল্লাহ
বিশ্ব যদি নাইবা কাঁদে
তোমার মরণে
কী লাভ ছিল জন্মে তোমার
সুন্দর ভূবনে?
জীবে প্রেম আর মানব সেবায়
যদি জীবন যায় চলে যায়
মনে রেখো কাঁদবে ভূবন
তোমার মরণে।
জাতি ধর্মের উর্ধে দাঁড়িয়ে
পারোতো হাকিয়ে বলো
একে অন্যের হাত ধরিয়ে
এক সারিতে চলো।
ধনী গরীব, সাদা, কালো
মুচি মেথর; যাহাই বলো।
সবের জন্ম মায়ের পেটে
নাই কি তাহা মনে।
হেতায় থাকা চলবে নারে
ফিরে যেতে হবে
তখন কিন্তু সবের বসত
এক ঘরেই দিবে।
বাহাদুরি এই দুনিয়ার
সেথায় কিন্তু চলবে না আর।
মিথ্যে অহংকার ছেড়ে দিয়ে
সত্য নেও জেনে।
বিশ্ব যদি নাইবা কাঁদে
তোমার মরণে।
কবি পরিচিতি

শেখ মোঃ সাইফুল্লাহ। জন্ম অক্টোবর ২৭, ১৯৫৩ সালে বাগেরহাট জেলার মিঠাখালী গ্রামে। পিতা খাদেম আলী শেখ ও মাতা জয়নাব বেগম। মোংলা উপজেলার টাটিবুনিয়া স্কুল থেকে ১৯৬৮ সালে মাধ্যমিক এবং ১৯৭০ সালে বাগেরহাট সরকারি পি সি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ।
সহজ ও সাধারণ জীবনযাপনে অভ্যস্ত এক বাউল কবি তিনি – কবির চিত্ত কাব্য সাধনার অনন্য এক ভূমি। তাই কিশোর বয়স থেকে যে লেখালেখির শুরু, জীবনের সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে এখনো তাঁর কাব্য সাধনা চলেছে অক্লান্তভাবে। তাঁর লেখার মধ্যে প্রেম ও প্রকৃতিই প্রধান্য পেয়েছে সব সময়। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে কয়েকটি কবিতার বই এবং দেশের বিভিন্ন সংবাদপত্র ও সাময়িকীতে স্থান পেয়েছে তাঁর অনেক কবিতা। (মোবাইল – ০১৩২ ৯৭৩ ০০৯)