দেখো মনে পড়ে কি না
– নরেশ বৈদ্য
কিছু কথা,কথা হয়ে রয়ে যায়
আর কিছু কবিতার চারা এঁকে জীবনের গান গায়
সেদিনের কথা মনে করো –
যদি মনের জানালা বলে কিছু খুঁজে পাও
লোকালয়ের ভিড় এড়িয়ে বসে থাকা
ব্যস্ত ঘুঘুর চোখের সামনে
ফোসলানো ধান্দাবাজ বললে অত্যুক্তি হবে না বোধহয়
শরীর জুড়ে বইছিলো গরম রক্ত দাবানল
নীলাকাশে সাইরেনের কোনো চিহ্নই ছিলো না
শান্ত দিঘির জলে টুপ টুপ করে ডুব দিতে ছিলো রাজহাঁস
ঠিক পাশে আগ্নেয়গিরির লাভা হ্রদে–
টগবগে যুবক-যুবতীর সুখ স্নান
তুমি আলতো ছোঁয়ায় রেখে ছিলে কোমল পরশ
আমিও ব্যতিক্রম না, হয়তো একটু ঊর্ধ্বমুখী
কি কথা যেন বলে ছিলে, থাক আজ এই টুকু থাক
দেখো মনে পড়ে কি না?
কেউ জানলো না
– নরেশ বৈদ্য
দাবাড়ুর চাল না কি পাশা খেলা?
কখনো ধারালো ছোরা
আবার কখনো মিছরির তীব্র যানজট
এই আছি এই নেই বয়ে যায় বেলা!
আবারও নতুন অংক ভেসে এলো
আধ খাওয়া চাঁদের শহরে
বলিহারি বাহারি চমক
দূর হতে ছোঁয়াচে হিঁচকি ছুড়ে মারে !
ফলে যা হওয়ার তা
যোগফল নিট গোল্লা বিয়োগের পাল্লা ভার
সায়ের পাতায় চুমু দিয়ে মন কী বাত
কিছুটা জোড়া হলো ছেঁড়া তার।
ভুবন গড়ার দরবারে উপচানো জলসায়
কেউ কি জানলো এ কেমন ঝরা অন্তঃস্রোত?
বাঁচলো অবাক পৃথিবী ভাঙা-গড়া খেলায়
সীমান্তে রয়ে গেলো আজও অধরা ফাঁক-ফোকর !
কী বিচিত্র সেলুকাস!
– নরেশ বৈদ্য
চোখের নিমিষে রক্তগঙ্গা বয়ে যাক
হোক তা ভিডিও ভাইরাল
অথচ কী আশ্চর্য
কিচির-মিচির কলরব ঘেরা টোপে বন্দি
বিচিত্র সেলুকাসকে মনে করায়!
চিত্রনাট্যের সামান্য রদবদল –
কুলাঙ্গার, মন্দিরের ঘেরাটোপে পড়ে
এবার ঠাঁই নিলো লাশকাটা হিমঘরে
কপচানো তোতাপাখির সে কি দাবানল
বিস্ফোরণের গুঁতোয় কান পাতা দায়!
সানগ্লাসের এ কি অবয়ব?
বিভ্রান্ত তীর আছড়ে পড়ে
দূর্যোধন, জরাসন্ধ, এমন কি –
কংসের ন্যাকড়া জড়ানো ছাদে
সত্যি কী অনির্বচনীয় মহিমা সেলুকাস!
কবি পরিচিতি

নরেশ বৈদ্য। জন্ম ২৭ শে অক্টোবর ১৯৭৯, দক্ষিণ ২৪ পরগনা জেলায়। পিতা: স্বর্গীয় জগন্নাথ বৈদ্য,মাতা: মনোরোমা বৈদ্য। পাঁচ সন্তান-সন্ততিদের মধ্যে কনিষ্ঠতম।
বর্তমানে দক্ষিণ ২৪ পরগনা জেলার- সোনারপুর থানার অন্তর্গত বিবেকানন্দ নগরে- কলকাতা-৭০০১৫০-স্থায়ী বাসিন্দা। পড়াশোনা: কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (এম কম)।
কবির কলমে কবিতা জেগে ওঠে স্বতঃউৎসারিত অন্তরপ্রেরণা থেকে – জীবনের বোধের অন্তর্নিহিত চেতনায় ভাস্বর হয়ে। প্রকাশিত কাব্যগ্রন্থ: জীবনের রং তুলি, প্রেমের ঝর্ণাধারা, খেয়ালী আলোর ভেলা, যৌথ কাব্য সংকলন-৬-এ ছক্কা, দোহার, আকাশ গঙ্গা ও মোহনা।