ডোনাল্ড ট্রাম্প – ২০২১ সালে শান্তি নোবেল পুরস্কারের জন্য মনোনীত

অনলাইন সংগৃহীত, সেপ্টেম্বর ৯,২০২০ – ২০২১ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন আমেরিকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর নাম প্রস্তাব করেছেন নরওয়ের পার্লামেন্টের চার বারের সদস্য ক্রিশ্চিয়ান টাইব্রিং-গেড্ডে। তিনি আবার নেটোয় নরওয়ের প্রতিনিধি দলের চেয়ারম্যানও বটে।

আমেরিকার ‘ফক্স নিউজ’ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে গেড্ডে বলেছেন, ‘‘আমার মনে হয়, তিনি (ডোনাল্ড ট্রাম্প) দু’টি দেশের মধ্যে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছেন, যেরকম কাজ নোবেল পুরস্কারের জন্য মনোনীত অন্যান্য ব্যক্তিরা করে থাকেন।’’ ইজরায়েল এবং সংযুক্ত আরব আমিরশাহির প্রসঙ্গ টেনে গেড্ডে নোবেল কমিটিকে লিখছেন, ‘‘এটা আশা করা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলি সংযুক্ত আরব আমিরশাহির উদাহরণ অনুসরণ করবে। এই চুক্তি মধ্যপ্রাচ্যে সহযোগিতা এবং উন্নয়নের প্রতিষ্ঠার ক্ষেত্রে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে।’’

গত ১৩ অগস্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা করেন যে, স্বাভাবিক সম্পর্ক স্থাপনে রাজি ইজরায়েল এবং সংযুক্ত আরব আমিরশাহি। একই সময়ে যৌথ বিবৃতি দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ আল নাহিয়ান। এটা ইজরায়েলের সঙ্গে তৃতীয় কোন আরব রাষ্ট্রের শান্তি চুক্তি। এর আগে ১৯৭৯ সালে মিশর এবং ১৯৯৪ সালে জর্ডনের সঙ্গে ইজরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে।

এ বছর নভেম্বরে আমেরিকার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রার্থী জো বাইডেন। প্রেসিডেন্ট ট্রাম্প-এর এই মনোনয়নকে সবাই একটা চমক হিসাবে দেখছেন এবং পক্ষে-বিপক্ষে বহু মতামতের সৃষ্টি করেছে। এমন চমক।অবশ্য এই প্রথম নয়। এর আগে কোরীয় উপদ্বীপে সংঘাতের আবহ দূরীকরণের উদ্যোগও নেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং উত্তর কোরিয়ার শাসক কিং জঙ উনের সঙ্গে সাক্ষাৎ করেন – এই সাক্ষাৎকার একজন আমেরিকান প্রেসিডেন্টের জন্য অভাবনী এবং বিতর্কিত ছিলো।