মোংলা – ০৬

মোংলা – এই সিরিজে মোংলা সম্পর্কিত ভিডিও লিংক বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত হবে লাইব্রেরিতে … মোংলা সম্পর্কিত কোন ভিডিওর লিংক জানা থাকলে আপনি তা পাঠাতে পারেন আমাদের কাছে। ইমেইল vhatirdesh@gmail.com ….

youtube video – রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

এই ভিডিওটি কবে তৈরি ঠিক জানা যায় না, তবে কমেন্টের তারিখ থেকে ধারণা করা যায় ২০১৭ সালে বা তার আগে কাছাকাছি সময়ে। সুন্দরবন ও পার্শ্ববর্তী পরিবেশের ক্ষতির হবে এই কারণে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মানের বিরোধিতা করে বিভিন্ন বিশেষজ্ঞের যুক্তি এবং অন্য দিকে যে সব আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কী ভাবে এই সব ক্ষয়ক্ষতি এড়িয়ে চলা হবে সে সম্পর্কে সংশ্লিষ্টদের যুক্তি অনেক গুরুত্বপূর্ণ তথ্য সহ যথাযথভাবে উপস্থাপিত হয়েছে চ্যানেল ২৪ নির্মিত এই ভিডিওটিতে – মোংলা ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি হিসাবে বিবেচনা করা যেতে পারে।