বিদ্রোহী বীর অশান্ত অস্থির,
যেখানে অধীনতা মুক্তিরে আনিতে তুমি লড়িয়াছো সেথা
রণভেরী তোমার দিয়েছে ডাক, ওরে বন্দি যত মানবাত্মা,
ছিড়িয়া শিকল চলো যুদ্ধে দূর্জয়, আমরা শক্তিদল।
হয় হবে জয়, না হয় এ পৃথিবী যাবে রসাতল,
তবু নয় বন্ধন শৃঙ্খল।
স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা – আসিবে স্বাধীনতা।
তোমারি রণতূর্য দিয়েছে ঘোষণা কাঁপায়ে ধরণীতল…
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী।
বিদ্রোহী কবি নজরুল ইসলাম ৭৭ বছর বয়সে বাংলা ১৩৮৩ সালের ১২ ভাদ্র (১৯৭৬ সালের ২৯ আগস্ট) ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪ মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যের নজরুলের রচনায় বিদ্রোহী চেতনার যেমন রূপায়ণ ঘটেছে তেমনি প্রেম-প্রকৃতি ও নৈসর্গিক সৌন্দর্যবোধ প্রতিফলিত হয়েছে।
কবি নজরুল তার লেখনীর মাধ্যমে এদেশের মানুষকে মুক্তিসংগ্রামে অনুপ্রাণিত করেছেন, জাগ্রত করেছেন বাঙালি জাতীয়তাবোধ। বিদ্রোহী কবির কবিতা ও গান মহান মুক্তিযুদ্ধে গভীর প্রেরণার সঞ্চার করেছিলো। তাই তাকে বরণ করা হয়েছিল বাংলাদেশের জাতীয় কবি হিসাবে স্বীকৃতি দিয়ে।
বিদ্রোহী কবির ৪৪তম মৃত্যুবার্ষিকীতে কবির প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলী নিবেদন করছি গভীর আন্তরিকতা ও শ্রদ্ধায়।