শিশুশিক্ষায় শিশুতোষ পাঠ – দুরন্ত টিভিতে ‘বর্ণমালার ঘর’

অনিমেষ বিশ্বাস, মোংলা, ২৩শে আগস্ট ২০২০ – আমাদের দেশে সার্বিক শিক্ষাব্যবস্থার মধ্যে ‘আনন্দ’ ভীষণভাবে অনুপস্থিত। আর শিশুশিক্ষায় সেটা খুব বেশি প্রয়োজন। কিন্তু আমাদের দুর্ভাগ্য সেখানেও ‘শিক্ষা’ ভয়ানক এক অত্যাচার! ফলে শিক্ষা জীবনের শুরু থেকে ভয় -ভীতি, সিলেবাসের চাপ শিশুদের নির্মল চিত্তে সুদূরপ্রসারী বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এই অবস্থার নিরসনে দুরন্ত টেলিভিশন প্রতিনিয়ত চেষ্টা করছে বিশেষ শিক্ষামূলক অনুষ্ঠান প্রচারের যেন নিতান্ত গুরু চাপে ভারী না হয়ে বরং সুখকর একটা জিনিস হিসেবে শিক্ষা শিশুদের সামনে ধরা দেয়। সেই লক্ষ্যে দুরন্ত টেলিভিশন নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছে। দুরন্ত টিভি বাংলা ভাষায় শিশুদের জন্য বিশেষায়িত একমাত্র টিভি চ্যানেল। সম্প্রতি বাংলা বর্ণমালা নিয়ে একটা অনুষ্ঠান নির্মাণ করেছে দূরন্ত টেলিভিশন, যার নাম ‘বর্ণমালার ঘর’। অনুষ্ঠানটির সম্প্রচারও আরম্ভ হয়েছে। যে শিশুরা সদ্য স্কুলে যাচ্ছে বা অল্পদিনের মধ্যে যাবে, তাদের ভালোলাগার বিষয় মাথায় রেখে এই কাজের প্রয়াস। ইউটিউব খুললেই ইংরেজি বর্ণ-পরিচয়, রাইমস্(rhymes-মিত্রাক্ষর কবিতা বা ছড়া) প্রচুর পাওয়া যায়। সেই তুলনায় বাংলাতে এ ধরণের তেমন কিছু প্রায় নেই বললেই চলে। দূরন্ত টেলিভিশন চেষ্টা করেছে সেই ঘাটতি কিছুটা কমানোর।

মোংলার ছেলে পার্থ প্রতিম হালদার বর্তমানে দুরন্ত টেলিভিশনে সহযোগী প্রযোজক হিসেবে কর্মরত আছেন। তার পরিচালনায় বর্তমানে দুরন্ত টিভিতে প্রচারিত হচ্ছে ‘বর্ণমালার ঘর’ নামে এই শিশুতোষ ধারাবাহিক। ৫ অক্টোবর ২০১৭ সালে পরীক্ষামূলকভাবে সম্প্রচারের শুরু থেকেই বেশ জনপ্রিয়তা পায় চ্যানেলটি। বর্তমানে সম্প্রচারিত “বর্ণমালার ঘর” সম্পর্কে তিনি বলেন, “নানা প্রতিবন্ধকতার মাঝে কতোটা শিশুদের প্রাণের কাছে পৌঁছতে পেরেছি তা তারাই বিচার করবেন। অভিভাবকদের কাছে অনুরোধ- শুধু ইউটিউবে ইংরেজি/হিন্দি কনটেন্ট না দেখিয়ে, টিভিতে এই ধরণের অনুষ্ঠানও দেখান। আমার বিশ্বাস তারা কিছুটা হলেও শুদ্ধ বাংলায় কথা বলার চর্চা করবে এবং বাংলা ভাষার প্রতি আগ্রহী হবে।”

উল্লেখ্য যে, ১২ জুলাই,২০২০ থেকে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার, সকাল ১০টায় ও রাত ৮টা৩০ মিনিটে, দুরন্ত টেলিভিশনে অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়ে আসছে।