মোংলার মেয়ে রাজ রিপা – পরিচালক ইফতেখারের নতুন ছবি ‘মুক্তি’র নায়িকা

আজিজ মোড়ল, মোংলা, ১৯শে আগষ্ট ২০২০ – বাংলাদেশের সফল চলচ্চিত্র নির্মাতা ইফতেখার চৌধুরীর পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে ‘মুক্তি’ সিনেমা। এতে নায়িকার ভূমিকায় অভিনয় করবেন নবাগতা রাজ রিপা। এই ছবির মাধ্যমে ইফতেখার চৌধুরী চলচ্চিত্র প্রযোজনার কাজও করতে যাচ্ছেন প্রথমবারের মতো।

রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক ইফতেখার চৌধুরী, প্রযোজক-পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার সহ অনেকেই। ইফতেখার চৌধুরীর প্রযোজনা প্রতিষ্ঠান সিনেবাজের ব্যানারে প্রি-প্রোডাকশনের কাজ শেষ হয়েছে বলে জানান নির্মাতা। ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা গীতিকার গুঞ্জন রহমান। সংগীতায়োজন করছেন আহমেদ হুমায়ূন।

জানা গিয়েছে, নোয়াখালী খুলনা মোংলার বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্যায়ন হবে। সবকিছু ঠিক থাকলে আগামী নারী দিবসে সিনেমাটি মুক্তি পাবে বলেও জানান এ সিনেমাটির নির্মাতা। সিনেমাটির কাহিনী সম্পর্কে ইফতেখার জানান, এটি মূলত অ্যাকশন থ্রিলার ঘরানোর চলচ্চিত্র। নোয়াখালী জেলার অন্তর্গত একটি পরিচিত জনপদের অতি সাধারণ পরিবারের মেয়ে মুক্তির গল্প এখানে তুলে ধরা হয়েছে। সময়ের প্রয়োজনে তিনি কিভাবে অনন্য-অসাধারণ হয়ে ওঠেন, তারই এক লোমহর্ষক কাহিনীকে কেন্দ্র করে এগিয়ে যাবে সিনেমার গল্প। আশা করছি, গল্পটি দর্শকদের মন ছুয়ে যাবে।

রাজ রিপা এ ছবিতে মুক্তির চরিত্রে অভিনয় করবেন বলে পরিচালক ইফতেখার জানিয়েছেন। তিনি বলেন, এটি ভিন্ন ধারার একটি গল্প। কয়েকজন অভিনেত্রীর লুক টেস্ট করি। তার মধ্যে রাজ রিপাকে ‘মুক্তি’র চরিত্রের জন্য উপযুক্ত মনে হয়েছে। প্রায় ৪ মাস গ্রুমিং করে তাকে প্রস্তুত করিয়েছি।

রাজ রিপা মোংলার মেয়ে। এর আগে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় রায়হান রাফী পরিচালিত ‘দহন’ ছবির একটি চরিত্রে তিনি অভিনয় করার পাশাপাশি বেশকিছু টিভিসি, মিউজিক ভিডিও ও নাটকেও কাজ করেছেন। মুক্তিতে নায়িকা হিসেবে কাজ করতে যাওয়াকে বড় ব্রেক হিসেবে দেখছেন তিনি। ছবির নতুন নায়িকা মোংলার ২০ বছর বয়সী এই ছোট্ট মেয়ে সব বাধা পেরিয়ে আজ তার স্বপ্নের সিঁড়িতে পা রাখতে যাচ্ছে।

এক সাক্ষাৎকারে রাজ রিপা বলেন, আমার ছোট বেলা থেকেই নায়িকা হওয়ার শখ- যা আজ পূরণ হতে চলেছে। আমি শুধু নায়িকা নই- ভালো একজন অভিনেত্রী হতে চাই। ছোট বেলা থেকেই আমি বিভিন্ন খেলাধূলা, বাইক চালানো, আর্ট করা সব কিছু নিজের মত করে শিখছি। এ সব অভিজ্ঞতা আমার সিনেমার ক্যারিয়ারে কাজে লাগাতে পারছি। এটা করার জন্য কখনও ফ্যামিলির সাপোর্ট পাই নাই। সব কিছুর মাঝখানে থেকে নিজেকে তৈরি করেছি নিজের মতো। ‘মুক্তি’ সিনেমার জন্য আমি সব রকম পরিশ্রম করছি। আমার বিশ্বাস দর্শকদের জন্য আমি ভালো কিছু উপহার দিতে পারবো।

রাজ রিপা ছাড়াও ছবিতে আরো ছয়জন সুঠাম দেহের অভিনেতা থাকবেন। থাকবেন সিনেমা ও মডেলিংয়ের একালের অনেক জনপ্রিয় মুখ। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে অক্টোবরেই শুটিং শুরুর কথা জানিয়েছেন ইফতেখার।