সংগৃহীত (সূত্র ইউএনবি), আগস্ট ১৭, ২০২০কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসার জন্য কক্সবাজারে ১২০ শয্যার ট্রিটমেন্ট সেন্টার চালু করল আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। সোমবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এ স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মাহবুব আলম তালুকদার।
জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থাটি এ পর্যন্ত তিনটি ২৩০টি শয্যার মাধ্যমে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার স্থানীয় জনগোষ্ঠী এবং রোহিঙ্গা শরণার্থীদের কোভিড-১৯ এর সামগ্রিক স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। আইওএম মাইগ্রেশন হেলথ ডিভিশন কক্সবাজারে আরও চারটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের পুনর্গঠন করেছে।
কোভিড-১৯ এর প্রভাব কমানো ও বাংলাদেশ সরকারকে সহায়তা করার জন্য কক্সবাজার জেলায় আইওএম যেসব অতিরিক্ত স্বাস্থ্য সহায়তা দিয়েছে তা হলো- আইওএম কক্সবাজার সদর হাসপাতালে ১০ জন মেডিকেল অফিসার, একজন রেডিওলজিস্ট, একজন রেডিওগ্রাফার, একজন স্যানিটেশন অফিসার এবং ১৫ জন ক্লিনার সহায়তা প্রদান করেছে এবং স্বাস্থ্যসেবা সরবরাহকারীদের জন্য পিপিই সরবরাহ করেছে। এছাড়া কোভিড-১৯ রোগীদের এবং তাদের পরিবারদের সাথে সমন্বয় ও সঠিকভাবে পরিচালনা করতে অ্যাম্বুলেন্স প্রেরণ এবং রেফারেল ইউনিটের নেতৃত্ব দিচ্ছে আইওএম। রেফারেল করা কোভিড-১৯ রোগী বহন করার জন্য সাতটি অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছে।
২৪ ঘণ্টা হটলাইন এবং ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স (আইভিআর) প্রযুক্তির মাধ্যমে কোভিড-১৯ সম্পর্কিত গুজব এবং ভুল তথ্য প্রতিরোধ করে জীবন রক্ষাকারী তথ্য সরবরাহ করছে এবং ৩৫টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে প্রয়োজনীয় প্রাথমিক স্বাস্থ্যসেবা চালিয়ে যাচ্ছে আইওএম।