অনলাইন সংগৃহীত, আগস্ট ৭, ২০২০ – সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ, ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক লিয়াকত আলী ও পুলিশের উপপরিদর্শক নন্দ দুলাল রক্ষিত – এই তিন জনের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। এই মামলার অন্যান্য আত্মসমর্পনকারী আসামীরা হলেন কনস্টেবল সাফানুল করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল মো. আব্দুল্লাহ আল মামুন ও সহকারী উপপরিদর্শক লিটন মিয়া।
মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাবের সহকারী পুলিশ সুপার জামিল উল হক আদালতে আসামিদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। এই সময় মামলার বাদী নিহত সাবেক মেজর সিনহা মো. রাশেদ খানের বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস-এর আইনজীবী মোহাম্মদ মোস্তফা ও মোহাম্মদ জাকারিয়াসহ আরো কয়েকজন আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা। রিমান্ডের বিপক্ষে বক্তব্য রাখেন। উভয়পক্ষের যুক্তিতর্কের প্রাথমিক শুনানি শেষে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টেকনাফ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন আদালতে আত্মসমর্পণকারী সাত আসামির জামিন নাকচ করে মামলার প্রধান তিন আসামি- লিয়াকত আলী, প্রদীপ কুমার দাশ ও নন্দ দুলাল রক্ষিতকে ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন এবং অপর চার জনের রিমান্ড নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এই মামলার আসামিদের মধ্যে এখনো পর্যন্ত দু জন পলাতক আছেন – এরা হলেন উপপরিদর্শক টুটুল ও কনস্টেবল মোহাম্মদ মোস্তফা।