অবসরপ্রাপ্ত সেনা অফিসারের মৃত্যুর ঘটনায় সাজানো সংঘর্ষের অভিযোগ

অনলাইন সংগৃহীত, আগস্ট ৫, ২০২০ -কক্সবাজারের কাছে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যু নিয়ে সাজানো সংঘর্ষের অভিযোগ উঠেছে। একদিকে পুলিশের দাবি, মেজর মাদক চোরাচালানে যুক্ত ছিলেন এবং তাঁর গাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ মাদক ও বিদেশি পিস্তল পাওয়া গিয়েছে। অন্যদিকে নিহতের পরিবারের অভিযোগ, পুলিশ ভুয়ো সংঘর্ষে মেজরকে গুলি করেছে এবং এখন মাদক মামলায় তাঁকে অভিযুক্ত করছেন।

উল্লেখ্য যে, গত শনিবার টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভে রাত সাড়ে দশটার দিকে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। পুলিশের ভাষ্য অনুযায়ী, চেকপোস্টে গাড়ি থামানো হলে মেজর রাশেদ নিজেকে সেনাবাহিনীর লোক বলে পরিচয় দেন এবং গাড়ী তল্লাশিতে বাধা দেন। কিন্তু তারপরও পুলিশ তল্লাশি করতে চাইলে মেজর রাশেদ পুলিশের উপর একটি পিস্তল তাক করেন। তখন অন্য এক পুলিশ মেজরকে গুলি করেন। ঘটনাস্থলেই মেজর রাশেদ মৃত্যু বরণ করেন। এখন মেজর রাশেদের পরিবার অভিযোগ যে, সাজানো সংঘর্ষে তাঁকে হত্যা করা হয়েছে।

ঘটনার পূর্ণ তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক এবং ঘটনার সাথে সংশ্লিষ্ট পুলিশদের সাময়িক অবসরে রাখা হয়েছে।